মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সোমবার (২২ জুন) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২১ জুন) মন্ত্রীর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে বাসায় নিয়ে যাওয়া হয়।
তবে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি৷
এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। পরে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।