রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। নিহতের নাম জামফুরা বেগম (৪৫)। বুধবার রাতের এ ঘটনায় বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন ছেলে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে লালু মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরে আমার বাবা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে মাকে জখম করেন। এতে মায়ের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে আমার বাবা পলাতক রয়েছেন।
বুধবার রাতে পারিবারিক কলহের জেরে জামফুরা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী জালাল উদ্দীন মন্ডল। পরে স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গৃহবধূ জামফুরা বেগম হত্যায় বুধবার রাতে ছেলে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় একমাত্র আসামি করা হয়েছে তার বাবা জালাল উদ্দীন মন্ডলকে। বর্তমানে আসামি পলাতক রয়েছে। তাকে আটক করতে মাঠে নেমেছেন পুলিশ।