স্পেনের জনপ্রিয় উপকূলবর্তী এলাকা গালিসিয়াকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে সেখানকার ৭০ হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। খবর আল জাজিরার।
গালিসিয়াতে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সে কারণেই লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সংক্রমনের মাত্রা বেড়ে না যায়।
আজ থেকে সেখানে জরুরি প্রয়োজন ব্যতীত কেউ প্রবেশও করতে পারবে না এবং কেউ সেখান থেকে বের হতেও পারবে না। এই লকডাউন চলবে পাঁচদিন।
আগামী রোববার গালিসিয়া অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার দুইদিন আগে তোলা হবে লকডাউন।
এই নির্বাচন হওয়ার কথা ছিলো ৫ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা পেছাতে পেছাতে এখন ১২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
কিন্তু করোনাভাইরাসের নতুন সংক্রমণ আবারো হুমকির মুখে ঠেলে দিলো এই নির্বাচনকে।
লকডাউন তোলার পর সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। বিশেষ করে জনসমাগমের মধ্যে। ১০ জনের বেশি লোকের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন। মারা গেছে ২৮ হাজার ৩৮৫ জন।