কাগজ প্রতিবেদক
স্বাধীনতা বিরোধী নব্য রাজাকার আত্মপরিচয়ধারীদের ধৃষ্টতা এবং মহান মুক্তিদ্ধে অনুপ্রেরণাদায়ী শ্লোগানকে ব্যঙ্গ করে স্বাধীনতা বিরোধীদের কোটা সংস্কারের নামে শ্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বীর মুক্তিযোদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বিভিন্ন সংগঠন।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পেশাজীবি সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করেন। ##