হবিগঞ্জে এক দিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্সও রয়েছেন। এনিয়ে হবিগঞ্জে মোট ১১ জন করোনায় আক্রান্ত হলেন।
আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলায় তিনজন, বানিয়াচংয়ে তিনজন, আজমিরীগঞ্জে দুইজন, চুনারুঘাট ও বাহুবলে একজন করে রয়েছেন।
ডাক্তার ও নার্স ব্যতীত করোনা শনাক্তদের অনেকেই ১৭ ও ১৮ এপ্রিল ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চোরাই পথে হবিগঞ্জে এসেছিলেন বলে জানা গেছে। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পর গত ২০ এপ্রিল রাত ১০টার দিকে সিলেট থেকে ১০ জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে। এরপর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দফায় দফায় আলোচনা করেন। করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতেই ছিলেন। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইসোলেশন করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মকসুদুর রহমান উজ্জল জানিয়েছেন, নিজ নিজ উপজেলায় রেখেই করোনা রোগীদের চিকিৎসা করা হবে।
তবে লাখাই উপজেলায় একজন ডাক্তার ও একজন নার্স আক্রান্ত হওয়ার পর তারা কিভাবে আক্রান্ত হলেন তার কোনো সূত্র পায়নি স্বাস্থ্য বিভাগ। লাখাই উপজেলার বেশিরভাগ লোক ঢাকায় থাকেন।
লাখাই উপজেলার স্বাস্থ্য বিভাগের ফিল্ড সুপারভাইজার আতিকুল ইসলাম জানান, চিকিৎসক ও নার্স প্রতিদিন অনেক রোগীকে চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসা দিতে গিয়েই তারা আক্রান্ত হতে পারেন।
একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত চিকিৎসককে রাতেই সিলেট নিয়ে যাওয়া হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বাহুবলের ভাদেস্বর ও পুটিজুরি ইউনিয়নের কয়েকটি গ্রামকে পুরোপুরি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জে বর্তমানে করোনা আক্রান্ত ১১, আইসোলেশনে ১৩, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৪ এবং হোম কোয়ারেন্টাইনে ১২৮০ জন রয়েছেন।