চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় পরিত্যাক্ত অবস্থায় ১টি এলজি ও একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে মডেল থানার পুলিশ । উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড় মনছুরাবাদ এলাকায় এক মাজারের খাদেমের খামার বাড়ি থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে এগারটার দিকে পশ্চিম মির্জাপুর গলাচিপা মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের গরুর খামারের বাড়ী সংলগ্ন খড়ের স্তুপের পার্শ্বে স্থানীয়রা একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় মেম্বারকে জানালে স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ মোবাইল ফোনে থানাকে জানান।
বিকাল তিনটায় হাটহাজারী মডেল থানার পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে। খোলার পর ব্যাগের মধ্যে লাল কাপড় পেছানো ১টি এলজি ও একটি ওয়ান সুটার গান পাওয়া যায়। হাটহাজারী মডেল থানা সূত্রে জানা গেছে অস্ত্রগুলো পরিত্যক্ত হিসাবে জব্দ করা হয় এবং একটি ডাইরী (নং-৫১২) রুজু করা হয়েছে ।