সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (২৮) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
স্বজনদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই ব্যক্তি গত ১৮ মার্চ ওমান থেকে দেশে আসার পর হোম কোয়ারেন্টানে ছিলেন। আজ তার হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু সকালে তার তীব্র পেটে ব্যাথা শুরু হলে স্থানীয় চিকিৎসক আরজু মিয়া তাকে দুটি ইনজেকশন দেয়ার পর মারা যান তিনি।
মান্নারগাও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাব্বির আহমদ বলেন, বাড়িতে আসার পর জয়নালের কোন অসুস্থতা ছিলো না। তবে পরিবারের লোকজন জানায় তার পেটে ব্যাথা ছিল।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মৃত জয়নালের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ ছিলো না।
পেট ব্যাথা প্রসঙ্গে তিনি বলেন, ‘লিভার রোগের কোন কাগজ পত্র মৃতের পরিবারের কাছে নেই। ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছেন। সূত্র : ইউএনবি