কাগজ প্রতিবেদক
দক্ষ জনবল সৃষ্টি করে তাদেরকে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে ২০২৪-২৫ অর্থবছরের মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হারুণ অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আবুল কাশেম, সিনিয়র প্রশিক্ষক এস কে এম জিয়াউল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিমুল সরকার, লিয়া কামাল ও নাফিস মাহমুদ এবং নবীন ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন আক্তার ও সোহরাব হোসেন।
মোহিত উর রহমান এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যাকে এখন জনসম্পদে রূপান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই এমনটি সম্ভব হচ্ছে। আজকের শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণ-তরুণীরাই আগামীতে উন্নত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনেছে। বছরজুড়ে তাঁদেরকে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এজন্য তরুণ-তরুণীরা এখন চাকুরীর পেছনে না ছুটে নিজে স্বাবলম্বী হয়ে লাখ লাখ টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে। কর্মশালায় প্রথম ব্যাচে অংশগ্রহণকারী ৪৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। ##