মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সাহাদাত আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে তার গ্রেপ্তারেরর বিষয়ে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
এর আগে শুক্রবার রাতে স্থানীয় ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাহাদাত আলী ওই এলাকার হায়দার আলীর ছেলে।
ওসি আরিফুর রহমান জানান, শিশুদের নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে সাহাদাত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মোবাইল চুরির অভিযোগে শুক্রবার মুন্না পাশি (১২) ও জগৎ নুনিয়া (১৩) নামের দুই শিশুকে নির্যাতন করা হয়। বাগান ফ্যাক্টরির সামনের গাছের সঙ্গে বেঁধে রেখে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে তাদের নির্যাতন করেন।
পরে ছেলেদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনে দুই শিশুর অবস্থার অবনতি হলে বিকেল ৪টায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযুক্ত প্রধান আসামি সাহাদাত আলীকে গ্রেপ্তার করা হয়।