মা ও তার তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতেররা হলো, ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
নিহত ফাতেমা আক্তারের দেবর প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। তার ভাইয়ের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।