কিশোরগঞ্জের কটিয়াদীর বাজিতপুরে শ্বাসকষ্টে আমরু মিয়া (৫০) নামে এক রিকশাচালক মারা গেছেন। ওই ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
আমরু মিয়া উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের সবুর মিয়ার ছেলে।
বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, আমরু মিয়া প্রায় ১৫ বছর ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার আমরু মিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আইসোলেশনে রাখা হয়। গতকালেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার সকালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জালাল উদ্দিন জানান, ওই ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন এবং আজ সকালে মারা যান।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান জানান, একজন করোনা আক্রান্ত মৃত ব্যক্তির মৃতদেহ যেভাবে দাফন করা হয় ওই ব্যক্তিকে একই প্রক্রিয়ায় দাফন করা হবে।
তিনি আরো জানান, ওই ব্যক্তির পরিবারকে গতকাল সোমবার থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।