ঢাকার কেরানীগঞ্জে ২৬ জনের শরীরে নমুনা পরীক্ষার পর মা ও ছেলেসহ আরো পাঁচজনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোবারক হোসেন জানান, আক্রান্তদের মধ্যে মডেল থানার জিনজিরা গুলজারবাগ এলাকায় গত ৫ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়া এক ব্যক্তির স্ত্রী (৩২) ও তার ছেলে (১৬) রয়েছেন।
আরো ৩২ জনের নমুনার রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে জানিয়ে ডা: মোবারক হোসেন জানান, করোনার বিস্তার রোধে কেরানীগঞ্জের ছয়টি এলাকা পুরোপুরি লকডাউন করেছে প্রশাসন।
সূত্র : ইউএনবি