বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে যেই ৩৩০ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৯৬ জনই ঢাকার বাসিন্দা। আইইডিসিআরের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল ঢাকার মিরপুরের টোলারবাগ এবং বাসাবোতে ক্লাস্টার করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বলে তারা শনাক্ত করেছে।
আইইডিসিআরের ৯ই এপ্রিল পর্যন্ত করা তালিকা অনুযায়ী বৃহত্তর মিরপুরে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩০ জনের বেশি। এরপরেই সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত উত্তরা এবং থানমন্ডিতে। উত্তরায় শনাক্ত হয়েছেন ১৬ জন এবং ধানমন্ডিতে ১৩ জন।
এছাড়া বাসাবো এবং পুরনো ঢাকার ওয়ারি এলাকাতেও ১০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। আইইডিসিআরের হিসেব অনুযায়ী ঢাকার অধিকাংশ এলাকাতেই কয়েকজন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সূত্র : বিবিসি