করোনাভাইরাসে শুধু আক্রান্তেই নয় মৃতের সংখ্যাও শীর্ষ এখন যুক্তরাষ্ট্র। শনিবার রাত সাড়ে ৯টায় আন্তর্জাতিক জরিপ সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী ইতালিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে এখন মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৬৬৬ জন। আর মোট আক্রান্ত ৫ লাখ ৬ হাজার ৮ জন। সুস্থ হয়েছে মাত্র ২৮ হাজার ২১০ জন। অপরদিকে ইতালিতে এখন মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘন্টয় যুক্তরাষ্ট্রে ৯১৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে চলতি বছরের ২৩ জানুয়ারি ৩৫ বছরের এক লোকের শরীরে প্রথম শনাক্ত করা হয় এই ভাইরাস। আর তার পর থেকে বিভীষিকার ৭৮ দিন পার করছে দেশটি।
সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস টেস্ট করা হয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২৫ লাখের বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা হয়েছে প্রথম আক্রান্তের পর থেকে। উন্নত চিকিৎসা সেবা, জনগণের চলাচল বন্ধ, সর্বোচ্চ সংখ্যক রোগীকে পরীক্ষা কোনো কিছুই থামাতে পারছে না যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল।
দেশটির সবথেকে ক্ষতিগ্রস্ত শহর নিউইয়র্ক। এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মারা গেছে আট হাজার ৬২৭ জন। আর আক্রান্ত এক লাখ ৭২ হাজার ৩৫৮ জন।
এছাড়াও নিউ জার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, পেনেনসিলিভা, লাউসিয়ানা, ফ্লোরিডা, টেক্সাস, ওয়াশিংটন, ভার্জিনিয়া, ওয়াকলাহামা, নিউ মেক্সিকো, সাউথ ডাকোটা, মন্টানা, আলাস্কাসহ অনেক ঘনবসতিপূর্ণ শহরগুলোতে উল্লেখযোগ্য হারে মানুষ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
সূত্র : ওয়ার্ল্ডওমিটার