করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩০ জন ঘরে কোয়ারেন্টিনে থাকার কঠোর নিয়ম ভঙ্গ করার কারণে তাদের ধরা হয়েছে বলে জানিয়েছে মস্কোর কর্মকর্তারা।
এছাড়াও শহরের সাড়ে তেরশ’র বেশি বাসিন্দা কোন “যুক্তিসঙ্গত” কারণ ছাড়া শনিবার রাস্তায় বেরনোর কারণে তাদের জরিমানা করা হয়েছে।
যাদের বাধ্যতামূলকভাবে ঘরে থাকার কথা, তারা তাদের বাসা থেকে বের হলে মুখ শনাক্তকারী ক্যামেরা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সতর্কবার্তা পাঠায়।
যাদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং যারা বিদেশ থেকে সেখানে গেছে তাদের এই নজরদারিতে রাখা হয়েছে।
রাস্তাঘাটে পুলিশের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পুলিশের গাড়ি প্রায় ফাঁকা রাস্তায় টহল দিচ্ছে এবং লাউডস্পিকারের মাধ্যমে মানুষকে বাসার ভেতরে থাকতে বলছে।
সেখানে কাছের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধ কেনা বা কুকুরকে হাঁটানো ছাড়া আর কোন কারণে বাইরে বের হওয়া নিষেধ। পার্ক, খেলার মাঠ বন্ধ। বাইরে ব্যায়ামও নিষিদ্ধ।
সোমবার থেকে ইলেকট্রনিক পাস ব্যবস্থা চালু করা হচ্ছে। কেউ গাড়ি বা গণপরিবহনে কোথাও যেতে চাইলে প্রতেকবার যাত্রার আগে অনলাইন রেজিস্ট্রেশন করে তাকে অনুমতি নিতে হবে। বিবিসি।