চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটির এ শহরটিতে করোনা ছড়িয়ে পড়ার পর লকডাউন ঘোষণা করা হয়। করোনার প্রকোপ কমার ৭৬ দিন পর লকডাউন উঠিয়ে নেয়া হয়। তবে আবারও করোনার প্রদুর্ভাব শুরু হয়েছে দেশটিতে। রাজধানী বেইজিংয়ে মূলত এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত চীনে ১০৮ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশীটর জাতীয় স্বাস্থ্য কমিশন পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৯৮ জনই বিদেশেফেরত বলে জানা গেছে। লক্ষণীয় বিষয় হলো চীনে অনেকের মাঝেই করোনা লক্ষণ না থাকা সত্ত্বেও আক্রান্তের ঘটনা ঘটেছে।
দেশটির রাজধানী বেইজিং-এ বিদেশফেরত আক্রান্তদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর আগে রোববার চীনে আক্রান্তের সংখ্যা ছিল ৯৯ জন, যেটি শনাক্ত হয় বেইজিং শহরে।
তবে হুবেই প্রদেশে যেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছির, সেখানে এখনো নতুন করে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে উহানে কোভিড-১৯ এ দুইজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চীনে সর্বমোট আক্রান্ত ৭৭ হাজার ৬৬৩ জন এবং মোট মৃতের সংখ্যা তিন হাজার ৩৪১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর হার এখন মাত্র চার শতাংশ। সারাবিশ্বে এই রোগে সর্বোচ্চ সংখ্যক সুস্থের হার এখন চীনে।
সূত্র : আল জাজিরা ও ওয়ার্ল্ডোমিটার