করোনা সংক্রমণের মাঝেই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল। আসানসোলের নিকটবর্তী চুরুলিয়ায় এক স্থানীয় যুব হোস্টেলে কোভিড-১৯ কোয়ারেন্টাইন কেন্দ্রকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধল গ্রামবাসীদের।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ থেকে ৪ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয় পুলিশকে। সংঘর্ষে অন্তত ছ’জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
আহত পুলিশ কর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামলাতে জামারিয়া থানা থেকে পুলিশ বাহিনী পাঠানো ক্রুদ্ধ গ্রামবাসীদের আটকাতে। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে পুলিশের গাড়িতে ইট ছুঁড়তে থাকেন বলে জানা গিয়েছে।
গ্রামবাসীর দাবি ছিল, ওই কোয়ারেন্টাইন কেন্দ্র বন্ধ করে দিতে হবে। সেখানে এখন ২০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
একই রকম সংঘর্ষ হয়েছিল সোমবারও। ওইদিনও কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টাইন কেন্দ্র গড়া নিয়েই আসানসোলের সালানপুরে সংঘর্ষ হয়।
এর আগে বীরভূমি একই কারণে গ্রামবাসীদের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বীরভূমের পাড়ুইয়ে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানকার এক স্থানীয় স্কুলে কোয়ারান্টাইন কেন্দ্র করা নিয়েই বাঁধে সংঘর্ষ। ওখানকার তালিবপুর গ্রামের এক স্কুলের হোস্টেলে ক্যাম্প তৈরি করা নিয়েই সংঘর্ষ শুরু হয়। এনডিটিভি।