কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঢাকা ফেরত এক যুবকের (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। আক্রান্ত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা এবং উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী।
সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।