সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে সর্দি, কাশি ও গলা শুকানোর সমস্যা নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বক্তারপুর গ্রামের ৩০০ বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার রাতে ওই যুবক নিজ বাড়িতে মারা যান।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন ধরে সর্দি, কাশি ও গলা শুকানো সমস্যায় ভুগছিলেন। রাতে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০টি বাড়ি লকডাউন করে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে বক্তারপুর গ্রামের ৩০০ বাড়ি লকডাউন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো: দেলোয়ার হোসেন সুমন ওই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির রক্ত নেয়া হয়েছে। পরীক্ষা করে বোঝা যাবে তার দেহে করোনাভাইরাসের উপসর্গ ছিল কি না।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বক্তারপুর গ্রামের ৩০০ বাড়ি লকডাউন করা হয়েছে।