পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লিপি বেগমের (লিপি মেম্বর) বাড়ি থেকে সরকারি ৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী বুধবার দুপুর ২টায় তাকে এ দণ্ড দেন।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী বুধবার দুপুরে কেশবপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেন। এ সময় তাকে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।