করোনাভাইরাসের বিষয়ে যোগাযোগ করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া হটলাইন নম্বরে বিনা কারণে ফোন দেয়ায় নওগাঁর মান্দা থেকে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভালাইন ইউনিয়য়নের উত্তর ভালাইন গ্রামের বাড়ি তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান গ্রামের আবদুল মজিদের ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সাইবার পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইইডিসিআর এর হটলাইন নম্বরে বার বার কল করে অশ্লীল, কুপ্রস্তাব দেয়ায় সাইবার পুলিশ সিআইডি প্রযুক্তির সহায়তা নিয়ে মেহেদী হাসানের অবস্থান নিশ্চিত করেন। আইইডিসিআর সেবা প্রদানকারী টোল ফ্রি হটলাইন নম্বরে কল করে ও বার্তা প্রেরণের মাধ্যমে বারবার মহিলা কর্মীদের কুপ্রস্তাব দেয়। এসব অবাঞ্চিত কলের কারণে অহেতুক জরুরী এসব নম্বর ব্যস্ত থাকে। এর ফলে আসলেই যার তথ্য ও সেবা দরকার তিনি সঠিক সময়ে সেবাটি পাচ্ছেন না। ঢাকার ডিএমপি বনানী থানার একটি মামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে মেহেদী হাসানকে আটক করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইইডিসিআর সেবা হটলাইন নম্বরে কারণে-অকারণে ফোন দিয়ে নম্বরটি ব্যস্ত রাখত অভিযুক্ত কিশোর মেহেদী হাসান। ঘটনায় ঢাকার বনানী থানায় একটি মামলা হয়। মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে আটক করা হয়েছে।