গাজীপুরের কালীগঞ্জে ২৪ ঘণ্টায় পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনাভাইরাস সন্দেহে মঙ্গলবার উপজেলার ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় হাতে পাওয়া রিপোর্টে ২১ জনের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। এছাড়াও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার আইইডিসিআরে পাঠানো হবে। আক্রান্ত পাঁচজনের পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চার দিনে কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও রয়েছে।