নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রকল্প কর্মকর্তা, পুলিশ কনস্টেবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তিন কর্মী সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাদের করোনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
আক্রান্তরা হলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন (৪২),রায়পুরা থানার পুলিশ কনস্টেবল জাফর ইসলাম (২২), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টোর কিপার বিপুল চন্দ্র সরকার (৫০), পরিচ্ছন্ন কর্মী সহিদ মিয়া (৪০) ও সোহেল মোল্লা (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, করোনা শনাক্তদের আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়াসহ তাদের পরিবারের সদস্যদের সন্দেহ মূলক নমুনা সংগ্রহ করা হচ্ছে।
নরসিংদীতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২১ জন করোনা সনাক্ত হয়েছে। জেলার সবশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৬ জন সহ রায়পুরা উপজেলার ৫ জন সনাক্ত হয়। ফলে এ উপজেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ১১ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান ইমরুল কায়েস, নরসিংদী সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।