টাঙ্গাইলে বৃহষ্পতিবার নতুন করে ৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকায় পাঠানো ৫১৬ জনের নমুনার মধ্যে ফলাফল এসেছে ৪৫৯ জনের। প্রাপ্ত ফলাফলে আগের নয়জন বাদে নতুন করে আর কেউ এই করোনাভাইরাসে আক্রান্ত হননি।
জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন একহাজার ৫৫২ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৬১ জন। এছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু’জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।