ফরিদপুরে আরো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট ফরিদপুরে এসে পৌঁছায়। এ নিয়ে এ পর্যন্ত ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো জেলাটিতে।
নতুন করে আক্রান্ত হয়েছেন নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের এক ৩২ বছর বয়সী নারী ও ৪৭ বছর বয়সী এক পুরুষ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের রিপোর্ট ফরিদপুরে এসে পৌঁছায়। তাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভি আসে।
তিনি জানান, পুরুষটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর মহিলাটি বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
এপর্যন্ত ফরিদপুরে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদের মধ্যে ৮৩ জনের রিপোর্ট পেয়েছি। এখনো করোনা আক্রান্তে ফরিদপুরে কারো মারা যাওয়ার তথ্য পাইনি।
জানা গেছে, ওই নারীর বাবা খলিলুর রহমান করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মার্চ মাসের শেষের দিকে এক আত্মীয়ের নিমন্ত্রণে নারায়ণগঞ্জে যান খলিলুর রহমান। সেখান থেকেই তিনিই করোনা আক্রান্ত হয়ে ফরিদপুরে ফেরেন। এরপর করোনা পরীক্ষা শেষে ১৩ এপ্রিল তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পরে।
ফরিদপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসটি টেস্টের ব্যবস্থা হয়নি। ফরিদপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, আমার কলেজের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপন করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যেই এই ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা সম্ভব হবে বলে আশা করছি।