সুনামগঞ্জ-সিলেট অঞ্চলিক মহাসড়কের পাগলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের হাজী তারিফ মিয়ার ছেলে মো. দিলোয়ার হোসাইন জিয়াউর (৪০)। অপরজন একই উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (২৫)। গুরুতর আহত অবস্থায় একই উপজেলার পাগলা এলাকার বাঘেরকোনা রসুলপুর গ্রামের করিম মিয়ার ছেলে রেজাউল হক রেজাকে (২৬) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা যানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ওই দিন দিলোয়ার হোসাইন জিয়াউ মোটরসাইকেলে উপজেলার পাগলার বাঘের কোনা থেকে উপজেলার শান্তিগঞ্জ বাজারের ফেরার পথে পাগলা নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক এই মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত মিন্টু বিশ্বাস সিলেট যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।
এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে জয়কলস হাইওযয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আমির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।