গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার [ভূমি](এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(৩৩তম ব্যাচ) নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসিল্যান্ড সুস্থ আছেন এবং তার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। সবাই তার জন্য দোয়া করবেন।
জানা গেছে, এসিল্যান্ড সম্প্রতি জিএমপির গাছা থানা পুলিশের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। গাছা থানার ৫ পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গোলাম মোর্শেদ ওই পুলিশ কর্মকর্তাদের সংস্পর্শে থেকে করোনায় আক্রান্ত হন।