নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা গেলেন।
শনিবার দিবাগত রাতে নিজ বাসায় তিনি মারা যান। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার ভাড়াটিয়া ছিলেন। তিনি শহরের হাজীগঞ্জ এলাকার ডাইংয়ে কাজ করতেন।
তিন দিন আগে মারা যাওয়ার পর সোমবার রাতে তার নমুনা রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। এ খবরে এলাকার আতঙ্ক বিরাজ করছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে প্রথম ওই ব্যক্তি মারা গেলেন। তিনি গত শনিবার জেলা সদরে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওই দিন রাতেই তিনি মারা যান। সোমবার রাতে তার রিপোর্ট আসে। তাতে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর ওই এলাকার প্রায় ১০টি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে ওই লোক তার ভাড়া বাসায় মারা যান। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ এগিয়ে আসেনি। স্থানীয় মেম্বার শিপন সরকারের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসে। পরে স্থানীয় মসজিদের ইমামকে ডেকে জানাজার ব্যবস্থা করেন। তিনিসহ পাঁচজন জানাজায় অংশগ্রহণ শেষে দাফন সম্পন্ন করেন।
সোনারগাঁও উপজেলায় সাতজন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেলেন। বাকি ছয়জনের পাঁচজন হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন থাকলেও একজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।