পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ওই স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। এ পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রিপোর্ট দুমকিতে এসে পৌঁছায়।
তিনি দুমকিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে চিকিৎসা দেয়া ডাক্তারের স্ত্রী।
সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ওই নারী সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে আইসোলেশনে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল হোম কোয়ারেন্টাইনে থাকা ডাক্তারসহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন ডাক্তারের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তখন তার রিপোর্ট নেগেটিভ এসেছিল।