করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তুরস্কে কয়েদিদের রাজক্ষমা দিয়েছে দেশটির সরকার। এই সুবিধায় এক কয়েদি ছাড়া পেয়ে তার ৯ বছরের মেয়েকে হত্যা করে।
এপ্রিলের গত সপ্তাহে দেশটির সরকারের নেয়া ওই পদক্ষেপে কয়েদি মুসুলাম আসলানকেও ছাড়া দেয়া হয়।
তুরস্কের গাজিয়ন্তেপে স্ত্রী রুকিয়ে আসলানকে ছুরিকাঘাতের দায়ে গত বছর মুসুলাম আসলানের জেল হয়েছিল।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে তুরস্কে জেল থেকে বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।
৩৩ বছর বয়সি আসলান কারাগার থেকে ছাড়া পেয়ে তার স্ত্রীর বাড়ি যান ও তার তিন সন্তানকে অপহরণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তিতে তার ৯ বছরের মেয়ে সিলান আসলান গুরুতর আহত হয়ে মারা যায়।
এঘটনার পর আসলান পালিয়ে যান। পরে তুর্কি পুলিশ তাকে একটি পার্ক থেকে গ্রেফতার করে।