ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহস্পতিবার দুপুরে শিলা বৃষ্টিতে হাওরের পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের দাবি ২২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এই শিলা বৃষ্টিতে উপজেলার গোয়ালনগর, চাপরতলা, নাছিরনগর সদর, বুড়িশ্বর ও ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন হাওরের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো: রবিউল হক মজুমদার বলেন, বৃহস্পতিবারের শিলা বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নের ২২৫ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এর মধ্যে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে ১০০ হেক্টর, নাসিরনগর ইউনিয়নে ২৫ হেক্টর, বুড়িশ্বর ইউনিয়নে ২৫ হেক্টর, ফান্দাউক ইউনিয়নে ৫০ হেক্টর ও চাপরতলা ইউনিয়নে ২৫ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে।
নাসিরনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর নাসিরনগর উপজেলায় ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ১৭ হাজার ২৮৬ হেক্টর জমি। এখন পর্যন্ত ত্রিশ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে।