কুমিল্লায় একজন মুয়াজ্জিনসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৩৯ জন। নতুন আক্রান্তরা হচ্ছেন লাকসাম, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা এতথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের শাহাজালাল মেম্বার। তিনি করোনার উপসর্গ নিয়ে বুধবার মারা যান। বৃহস্পতিবার তার রিপোর্ট পজেটিভ আসে। দ্বিতীয়জন লাকসাম উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি ভোলায়। তৃতীয়জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরিশ্চর গ্রামের। তিনি সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ি থেকে এসেছেন। সেখানে তিনি কাঁচা মালের ব্যবসা করতেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জনগণকে ঘরে থেকে আমাদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আগত লোকদের আসা বন্ধ করতে হবে।