গত ৩০ দিনে বাংলাদেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট চার হাজার ১৮০ জন আক্রান্ত হয়েছে। যেখানে গত মার্চের ২৩ তারিখে আক্রান্ত ছিল মাত্র ৬ জন। বৃহস্পতিবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৪১৪ জন। ইতোমধ্যে সারাদেশে ৫৯টি জেলায় করোনাভাইরাস হানা দিয়েছে। আক্রান্তের ৮৫ দশমিক তিন শতাংশই ঢাকা শহরের। এর বাইরে বেশি আক্রান্ত রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। নতুন আক্রান্ত জেলাগুলো হলো মাগুরা, কুষ্টিয়া ও মেহেরপুর।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রকাশিত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী শুধু ঢাকা বিভাগেই সর্বমোট আক্রান্ত তিন হাজার ৬৫ জন। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় এক হাজার ৬৮৩, নারায়ণগঞ্জে ৫৩২, গাজীপুরে ২৯২, কিশোরগঞ্জে ১৭৯, মাদারীপুরে ২৮, মানিকগঞ্জে ৯, মুন্সীগঞ্জে ৬৩, নরসিংদীতে ১৪১, রাজবাড়ীতে ১১, ফরিদপুরে ৭, টাঙ্গাইলে ১৬, শরীয়তপুরে ১১, গোপালগঞ্জে ৪০ ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। দেশের মোট করোনা রোগীর ৪ দশমিক ১৫ শতাংশ রোগী পাওয়া গেছে চট্টগ্রামে। চট্টগ্রাম জেলায় ৪৫, কক্সবাজারে ৫, কুমিল্লায় ২৭, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, লক্ষ্মীপুরে ২৬, বান্দরবান ৪, নোয়াখালীতে ৪, ফেনী ৩, চাঁদপুরে ১০ জনসহ মোট ১৪৯ জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের জামালপুরে ৩০, নেত্রকোনায় ২২, শেরপুরে ১৯, ময়মনসিংহ জেলায় ৬৮ জনসহ মোট ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। রংপুরের গাইবান্ধায় ১৪, নীলফামারীতে ১০, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৪, দিনাজপুরে ১৩, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুর জেলায় ১০, পঞ্চগড়ে ২ জনসহ মোট ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৩৫, বরগুনায় ২০, পটুয়াখালীতে ১৯, পিরোজপুরে ৫, ঝালকাঠিতে ৫ জনসহ মোট ৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটের মৌলভীবাজারে ৪, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ১৮, সিলেট জেলায় ৬ জনসহ মোট ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে নতুন করোনা সংক্রমিত জেলা শনাক্ত করা হয়েছে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলায় ৯, জয়পুরহাটে ৪, বগুড়ায় ১০, নওগাঁয় ১, সিরাজগঞ্জে ২, চাপাইনবাবগঞ্জে ১ ও পাবনায় ৩ জনসহ মোট ৩১ জন রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়াও খুলনায় ৬, যশোরে ৭, চুয়াডাঙ্গায় ৮, বাগেরহাটে ১, মাগুরা ২, মেহেরপুর ২, কুষ্টিয়া ৪ ও নড়াইলে ৭ জনসহ মোট ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।
দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু ১২৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত নতুন মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া সকলেই রাজধানী ঢাকার বাসিন্দা।