ভারতে চলমান লকডাউনের ফলে আটকা পড়া ৩২৮ বাংলাদেশিকে নয়াদিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরত আসাদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
নয়াদিল্লি থেকে ১৬২ যাত্রী নিয়ে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চেন্নাই থেকে ১৬৬ যাত্রী নিয়ে দেশে পৌঁছে। ভারত ফেরতদের মধ্যে কিছু শিক্ষার্থীও রয়েছেন।
এদিকে, বেঙ্গালুরে হাসপাতালে আটকা পড়া আরও ১৬৪ বাংলাদেশি নাগরিক নিয়ে চেন্নাই থেকে আগামীকাল শনিবার আরেকটি ফ্লাইট আসার কথা রয়েছে। এছাড়াও প্রয়োজনে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে একই রকম ফ্লাইট আরও পরিচালনা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে বসবাসরত ৪ হাজার ৪২২ বিদেশিকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ করে দিয়েছে। সূত্র : ইউএনবি