চিকিৎসা শেষে শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফী। রোববার দুপুর ১২ টা ৫ মিনিটে তিনি ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে ছাড়া পান। পরে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের হাটহাজারি রওনা হন তিনি। এক ঘন্টা পর চট্টগ্রাম পৌঁছান হেফাজত আমির।
আল্লামা শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম জানান, হেফাজত আমির বর্তমানে সুস্থ আছেন। তিনি এখন হাটহাজারি মাদ্রাসায় অবস্থান করছেন।
গত ১১ এপ্রিল আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ১৪ এপ্রিল হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা টেস্ট করা হয়। তবে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। আল্লামা আহমদ শফী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানারোগে ভুগছেন। বর্তমানে তার বয়স ১০০ বছরের অধিক।