মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর প্রকাশ করেছে। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল। গত বুধবার ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে ওই কর্মকর্তার শরীরে করোনার উপসর্গ ছিল না।
এদিকে ইভানকা ট্রাম্প গত দুই মাস ধরে টেলিযোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত কয়েক সপ্তাহের মধ্যে ওই কর্মকর্তা ইভানকার কাছাকাছি যাননি।
গতকাল শুক্রবার ইভানকা ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস কর্মকর্তা ক্যাটি মিলার করোনা আক্রান্ত হন।
সূত্র : সিএনএন