করোনাভাইরাস মহামারির শুরু চীনের যে উহান নগরী থেকে, সেখানে এক মাসেরও বেশি সময় পর এই প্রথম একটি নতুন সংক্রমণ ধরা পড়েছে।
৮৯ বছর বয়সী যে লোকটি করোনাভাইরাসে আক্রান্ত, তার অবস্থা সংকটজনক বলে জানানো হচ্ছে। যে আবাসিক এলাকায় এই লোকটি থাকতেন, সেখানে সবাইকে কড়া বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে।
এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি দেশের ছয়টিতে করোনাভাইরাস বাড়ছে সবচেয়ে বিপদজনক হারে জানানো হয়েছে। এই ছয়টি দেশ হচ্ছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, রাশিয়া এবং মেক্সিকো।
নিউ ইয়র্ক টাইমস বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর করোনাভাইরাস ট্রাজেক্টরির যে গ্রাফিক চিত্র প্রকাশ করেছে, তা দেখে পত্রিকাটির একজন সাংবাদিক মাইক বেকার এক টুইটে এই তথ্য জানিয়েছেন। বিবিসি।
উল্লেখ্য, এখনো পর্যন্ত করোনায় সমগ্র বিশ্বে ৪১ লাখ ৩২ হাজার ৯৫৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ৭৮ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ৪৯২ জন। চীনে ৮২ হাজার ৯০১ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।