নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের ভাঙ্গা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত থ্রি-হুইলার উল্টে আকবর আলী (৫৯) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ তিনজন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকবর আলী জেলার বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে ও তমালতলা বাজারের আকাশ ক্লথ স্টোরের স্বত্তাধিকারী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে দোকানের মালামাল কিনতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী সিএনজিচালিত থ্রি-হুইলারটি আইড়মাড়ি ব্রিজ এলাকায় মহাসড়কের পাশর্^সড়কের ভাঙ্গা অংশে এসে উল্টে নিচের খাদে পড়ে যায়। এতে থ্রি-হুইলারের যাত্রী আকবর আলী ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।