ইরানে সাময়িকভাবে সকল মসজিদ খুলে দেয়া হয়েছে আজ। এটা দেশটির লকডাউন শিথিল করার পরিকল্পনার অন্তর্ভূক্ত।
রমজানের গুরুত্বপূর্ণ তিনটি রাতকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি মসজিদকে নির্দিষ্ট নীতিমালা দেয়া হয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি গতকাল দেশটির অফিসিয়ালদের ডেকে পাঠান এবং তিনি তাদের রমজানে কীভাবে প্রার্থনা করা নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর রাখতে বলেন।
ইরানে এখন পর্যন্ত এক লাখ দশ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে এবং সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।
সূত্র : বিবিসি