রাজধানীর শ্যামলী শিশুমেলা এলাকায় দুই মাদকবিক্রেতাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৩ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান।
আটরা হলেন- সুমন কামাল (৩৮) ও বাবুল ওরফে হালু (৩৫)।
এএসপি জাহিদ আহসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) বিকেলে অভিযান চালিয়ে বাবুলকে নামে এক ব্যক্তিকে মাদক লেনদেনের নগদ ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এসময় সন্দেহভাজন সুমনকে আটক করে কাছের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়। পেটে কিছু রয়েছে এটি নিশ্চিত হয়ে বিশেষ খাবার খাওয়ানো হয় সুমনকে। এর ফলে তার পেট থেকে ৫৫টি পলিথিন মোড়ানো প্যাকেট বেরিয়ে আসে। প্যাকেটগুলো থেকে ২ হাজার ৪৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণতথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।