মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর সরকার নির্ধারিত মূল্য ১০ টাকার চাল পাওয়া ১৫৯০ জনই সচ্ছল। সম্প্রতি উপজেলা প্রশাসন যাচাই বাছাই শুরু করলে এ তথ্য বেরিয়ে আসে।
জানা যায়, এ উপজেলায় ২০১৬ সাল থেকে হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া শুরু করে। ২০২০ সালে উপজেলায় মোট ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষ এ কর্মসূচীর চাল পান।
সম্প্রতি উপজেলা প্রশাসন কার্ডধারীদের আর্থিক সচ্ছলতা নিয়ে যাচাই বাছাই শুরু করলে সরেজমিনে দেখতে পায়, কার্ডধারী ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষের মধ্যে ১ হাজার ৫৯০ জনই সচ্ছল। এদের মধ্যে মহম্মদপুর ইউনিয়নে ২৮৪ জন, নহাটায় ১৩৫ জন, দীঘায় ১৪৩ জন, বাবুখালীতে ১৯১ জন, পলাশবাড়ীয়ায় ১৭৬ জন, রাজাপুরে ১৯১ জন, বালিদিয়ায় ১৮৫ জন ও বিনোদপুর ইউনিয়নে ২৮৪ জন নারী ও পুরুষ রয়েছেন। অথচ এ কর্মসূচীর শর্ত রয়েছে কার্ডধারী হতদরিদ্র হতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সব সচ্ছল ব্যক্তিদের অনেকের বাড়িতে পাকা ভবন আছে। অনেক পরিবারের সদস্য বিদেশে থাকেন। অনেক সচ্ছল কার্ডধারী খাদ্যবান্ধবের চাল গরু দিয়ে খাওয়ান।
উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান জানান, সচ্ছল কার্ডধারী ১ হাজার ৫৯০ জনের কার্ড বাতিল করা হয়েছে। ওই স্থলে হতদরিদ্রদের যাচাই করে তাদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে।