ঘূর্ণিঝড় আম্পানে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্তসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ভান্ডারিয়ায় ঝড় শুরু হয়। এরপরে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। ঝড় এবং জলোচ্ছ্বাসে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। গভীর রাত পর্যন্ত শত শত গাছ পালা উপড়ে পড়ে। দুই শতাধিক বাড়ী বিধ্বস্ত হয়। জলোচ্ছ্বাসে বেশ কয়েকটি মাছের ঘের পানিতে ভেসে যায়। এছাড়া পানির তীব্র শ্রোতে কয়েকটি সড়ক, উপজেলার ধাওয়া ও তেলিখালি ইউনিয়নের দুই বেড়ীবাধ ধ্বসে গেছে এবং পানের বরজ সবজির খামারের ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন জানান, ঘুর্ণিঝড়ে প্রায় ১৩ কিমি গ্রামিন ও ইউপি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।