মহামারি করোনাভাইরাসের নতুন হট স্পট ব্রাজিল। শুক্রবার (২২ মে) দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৯ জন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। এর মধ্য দিয়ে রাশিয়াকে (৩ লাখ ২৬ হাজার ৪৪৮) পেছনে ফেলে মোট আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশটি। খবর আল জাজিরার।
তাদের সামনে রয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষমতাধর দেশটিতে স্থানীয় সময় শুক্রবার বিকেল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৩৩৯ জন। মৃতের সংখ্যা প্রায় ১ লাখ (৯৭ হাজার ৬১২)।
ব্রাজিলে মারা গেছে ২১ হাজার ৪৮ জন। গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯৬৬ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৯৭ হাজার ২২৬ জন। মৃতের সংখ্যা ৩ রাখ ৩৯ হাজার ৩৬৬ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন।