মুন্সীগঞ্জে শনিবার নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৩। আরো ৩ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয় করলেন ১৪৫ জন। জেলায় করোনায় মারা গেছেন ১৭ জন।
মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় চারজন, লৌহজং উপজেলায় দুইজন, শ্রীনগর উপজেলায় একজন, সিরাজদিখানে তিনজন ও টঙ্গীবাড়ি উপজেলায় একজন। শনিবার গজারিয়া উপজেলায় কারো করোনা শনাক্ত হয়নি।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২১ ও ২২ মের ১১৭ জনের রিপোর্ট আসে। এই নিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৯৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। নমুনা প্রেরণ করা হয়েছে ৩ হাজার ২২১ জনের। ১২৭ জনের রিপোর্ট এখনও পেন্ডিং আছে।