ভারত কাল ২৫ মে থেকে আভ্যন্তরীণ বিমান চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। সোমবার দিল্লী বিমান বন্দর প্রায় ৩৮০ টি ফ্লাইট হ্যান্ডেলিং করবে।
কোভিড ১৯ মহামারিজনিত লকডাউনের কারণে প্রায় ২ মাস বন্ধ থাকার পর সিভিল এ্যাভিয়েশন মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় খুলে দেয়া হচ্ছে।
সিনিয়ার এক সরকারী কর্মকর্তা বলেন, দিল্লী বিমান বন্দর সোমবার প্রায় ৩৮০ টি ফ্লাইট হ্যান্ডেলিং করবে। এর ১৯০ টি ফ্লাইট বিমান বন্দর ছেড়ে যাবে এবং ১৯০টি অবতরণ করবে।
শনিবার দিল্লী বিমান বন্দরের অপারেটর ডিআইএএল বলেছে, বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় ক্যান্ড ওয়াশিং সেনিটাইজার স্থাপন করা হয়েছে, ফ্লোর মার্কার করা হয়েছে,যাত্রীদের প্রবেশ ও বাহিরের জন্য এন্ট্রি গেইট নির্ধারণ করা হয়েছে। বিমান বন্দরে লোকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।