মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শহরের কালিঘাট সড়কে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
আব্দুল আহাদ নামের ওই কাউন্সিল পৌরসভার ২নং ওয়ার্ডের বেশ কয়েকবারের জনপ্রতিনিধি ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় গত ২৩ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল।
সোমবার রাতে সিলেট ল্যাব থেকে উনার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসার পর গত রাতেই করোনা আক্রান্ত কাউন্সিলরের বাসা লকডাউন করে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল।
কাউন্সিলরের পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার উনাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভেন্টিলেশনে নেয়ার প্রস্তুতিকালেই কাউন্সিলরের অবস্থার অবনতি হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।