মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত শ্রমিক।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার জানান, কক্সবাজার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের কয়েকজন শ্রমিক মাইক্রোবাসে করে গাইবান্ধার সাঘাটা এলাকায় ফিরছিলেন। মাইক্রোবাসটি গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। পরে আহত একজন শ্রমিককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, আহত সাতজনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।