বিষাক্ত মদ পানে রংপুরের সদর উপজেলার শ্যামপুরে মারা গেছেন তিনজন। অসুস্থ হয়ে পড়েছেন আরো অন্তত পাঁচজন। এ নিয়ে তিন দিনে রংপুরে মদপানে মারা গেলো ৯ জন।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ হোসেন জানান, শ্যামপুর এলাকায় সোম ও মঙ্গলবার বিভিন্ন সময়ে বিষাক্ত মদ এ্যলকো পান করে প্রায় ১০ ব্যক্তি। এর পরপরই তারা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে পুলিশকে না জানিয়ে বাসা বাড়িতে চিকিৎসা দেয়। এরমধ্যে মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ওই মদের বিষক্রিয়ায় মারা যান তিনজন। এরা হলেন স্টেশন পাড়ার আব্দুল হামিদের পুত্র নুর ইসলাম, পুটিমারী এলাকার মৃত জোনাব আলীর পুত্র সারোয়ার হোসেন এবং একই এলাকার মোস্তফা।
তিনি আরো জানান, আরো অন্তত পাঁচজন গুরুতর অসুস্থ আছেন এসব ঘটনায়। তাদেরকে বাসাবাবড়িতে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ নিয়ে রংপুরে তিন দিনে মদ পানে মারা গেলেন ৯ জন। বাকি ৬ জন পীরগঞ্জের শানেরহাটের।