ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমির বিরোধের জেরে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ছনকান্দা কামারপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ওই গ্রামের বাসিন্দা।
পরিদর্শক সুমন বলেন, আইয়ুব আলী তার জমিজমা এনামুল হক (২৬) নামে এক ছেলেকে বাদে অন্য ছেলেদের লিখে দিয়েছেন। সকালে এ নিয়ে বাবার সঙ্গে ছেলে এনামুলের ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল দা দিয়ে আইয়ুব আলীর গলা কেটে হত্যা করেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এনামুলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পরিদর্শক সুমন।