বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো। শনিবার (৬ জুন) করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ২৪ জন । একই সময় আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ১৭ হাজার ৩৭৮।
আক্রান্ত ও মৃত-দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৬৫৮ জন। আক্রান্তের তালিকায় গত সপ্তাহেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে ৬ লাখ ৫১ হাজার ৯৮০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। মৃতের তালিকায় অবশ্য ব্রাজিল তৃতীয় স্থানে আছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ২১১ জন।
করোনায় মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৪৬৫ জন। সম্প্রতি এখানে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০৪ জন আক্রান্তের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যা ব্রাজিলের পর এখন হু হু করে বাড়ছে ভারত ও রাশিয়ায়। শনিবার ভারত আক্রান্তের তালিকায় ইতালিকে অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ৭ হাজার ৫৪৯ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে। এখানে ২৪ ঘণ্টায় করোনায় ১৯৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা এখন ৬ হাজার ৮৪৫ জন।
রাশিয়ায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন ৪ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৯৭ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ৭২৫ এ পৌঁছেছে।